rodchaya

rodchaya

Sunday, 24 July 2011

কোথায় যাই


আমার হাসিতে কান্না হানা দিল, 
বিষাদ অবসাদ গুলো
কালো উতকলিত কাদম্বিনী সেজে
মনের তটকিনারায়
এসে দাঁড়ায়।
সনির্বন্ধ হিতপোদেশে বিমতি। 
হেসে ,খল বেশে নির্বিশেষে;
বাড়ায় দুঃসাহসিক
পদক্ষেপ ।
আমার অগ্নিপরীক্ষা
শিক্ষা দিক্ষার চরম সমীক্ষন।
প্রতি ক্ষণে চৈতণ্য দিশেহারা 
কাল আগ্রাসিত ছলনা , বলনা , কোথায় যাই ?

No comments:

Post a Comment