আলাপ হোল তোমাতে আমাতে
অধরা পরিচয়ে
রুপ না দেখে অরুপ কে নিয়ে
ভিন্ন ভাবনায়।
আজকাল এটা নাকি হয়।
প্রাসঙ্গিকতা আজ এই,
নয় তো যাতনাময়
মনে মনে এটা ভেবে
কাটাই সংশয়।
তবু আছে মনে রসভরা সুধা
ক্ষুদ্র মুঠিতে এই যে বসুধা
আর আছ শুধু তুমি,
হৃদয় এর স্বর হে ঈশ্বর
তোমাকেও দেখিনি
No comments:
Post a Comment