rodchaya

rodchaya

Friday, 22 July 2011

আলাপ


আলাপ হোল তোমাতে আমাতে 
অধরা পরিচয়ে
রুপ না দেখে অরুপ কে নিয়ে
ভিন্ন ভাবনায়।
আজকাল এটা নাকি হয়।

প্রাসঙ্গিকতা আজ এই,
নয় তো যাতনাময়
মনে মনে এটা ভেবে
কাটাই সংশয়।

তবু আছে মনে রসভরা সুধা 
ক্ষুদ্র মুঠিতে এই যে বসুধা
আর আছ শুধু তুমি,
হৃদয় এর স্বর হে ঈশ্বর
তোমাকেও দেখিনি

No comments:

Post a Comment