হে প্রিয়তম, তোমার সন্দেশ পেলাম
সাথে প্রেরণার ছন্দ
সুরভিত আকাশ বাতাস আর এই জীবন
এখানে নেই আর কোন দ্বন্দ
কন্যাকুমারীতে তুমি আছ চিরতরে
গন্ধর্ব পাহাড়ে আর ওই বিশাল বালুকারাশির
কণায় কনায়।
হায় মনোমোহিনী, তোমার মায়ায়
সব সময় হয়েছে চুরি
আমি অপারগ , কেমনে মেটাই দুরি!
পারো যদি হৃদয় গঞ্জে
এস একবার
দেবপুরী গড়ে দিও ঢেলে করুনা অপার।
বাকি সব রেখেছ যেমন , রয়েছে তেমন।
শুধু তোমার-ই প্রতীক্ষা
জ্বেলে প্রদীপের শিখা
তোমার-ই , তোমার-ই তরে ।
No comments:
Post a Comment