rodchaya

rodchaya

Friday, 22 July 2011

বেতাল


সৃষ্টি তে গোলোযোগ গুলো হোলো এই
স্রষ্টা নিজেই পায় নি কোনো খেই।
হারিয়েই গড়েছে নিত্য নৃত্য কাহিনী
স্বয়ং বানানো ব্যকরন বাহিনী
দক্ষ যজ্ঞের সেকেন্ড এপিসোড
সোর্ড নামাও , তারপর কথা বলব।

তথাপি বিশ্বযুদ্ধ পরিসমাপ্তির খেলা অব্যহত
সেখানেও সৃষ্টি ও তার স্রষ্টা নয়ে ছয়ে অবিরত
সঙ্কোটমোচন করেছিলেন এ খেলা শুরু
সেই থেকে অবিরাম হৃদয়েতে দুরু দুরু। 
আমায় কেন বিঁধছেন মহাশয়
এত স্রষ্টার সংশয়,
ড্রাগের সাম্রাজ্যে মাথা ভারী
অথচ অমৃতের অধিকারী।
গৌরী কে বলনা , এ কেমন ছলনা!
ভাবের নৈপুণ্যে সুনামী
গুরুচন্ডালিকা উর্ধগামী
আয়লা লায়লা সয়ে ছত্রখান
এখন স্বদেশে বিদেশের জয়গান
বগলে অগলে অন্তর্যামী  
আমি অধোগামী।
স্রষ্টা বেসুরো গান গায়
ছন্দ সুর ডানে বায়ে
১৫মাত্রা তিন তাল
আমায় কেউ দিল না গাল
৬ মাত্রা একতালে
সোমে এসে মেলে তালে
৯ মাত্রা ঝাপাঝাপি 
আমি চুপিচুপি
তেহাই বাজাই
তুমি আলাপ টা শুরু করো দেখি 
সুরেন বাবু , আমি যাই
নিজেকে বাধতে...

No comments:

Post a Comment