কাউকে যে কথাটা বলা যাবে না
বলব সেটা তোমায়।
অস্ফুট বাণী,
শুনবে কি শুনবে না তুমি
কি জানি
তবুও শান্তি
কিছুটা হাফ ছেড়ে বাচা।
কুলকুল ধারায় বয়ে গেছে কাল
চোরা স্রোতের ছাপ
ফিরে চেয়ে দেখি
সেই আকাশ সেই বাতাস
সেই মাটি সেই দেশ
ভিন্ন সময়
ভিন্ন আমি
এক-ই তুমি
বেছে চলেছ আগাছা।
No comments:
Post a Comment