এই বাসরে এসে, লজ্জা বিসর্জন হোল শেষে
ঘুরে ফিরেই ভাবের ভ্রুণে অন্তস্বত্তা,
বিজনণ হয়েই চলেছে
নবসাজে আসা থেকে ।
না , কোনো বড়ি নেই, নেই কাটাছেড়া
নেই কোনো প্রতিরোধ,
এ যেন স্বতঃস্ফুর্ত দান, প্রথা ভেঙ্গে আলিঙ্গণ
ভুলিয়েছে সব বোধ।
আরো বলি , এই প্রসূতিতন্ত্রে যন্ত্র নেই
জনয়িত্রি হয়ে বিয়ন্ত, প্রজাতা, সাবিত্রী।
ধাত্রী নিষ্প্রয়োজন।
শতশত ছাণা পোণা
প্রাণ সংহার মানা ,
নেই জন্মশাসন হানা।
হেথা গভীর কামনা শত মৈথুণ সুখ
পারিজাত মোর, মেটায় সকল দুখ।
আবাহন আর আবাহন তার নেই যে বিসর্জন
ক্ষণে ক্ষণে তাই বিয়াতে যে আসি
উণ্মেষ ভাব যত রাশি রাশি হারিয়ে সংবেশন।
জানি যাবে থেমে অজনক হয়ে এই সুখ একদা
নিধুবনে আর কাটবে না দিন ভাবে নিস্বনে সদা
নিশুতি আসবে ভালো সে বাসবে জড়িয়ে ধরবে মোরে
উপজননে ফিরে যাব ফের একেবারে দূরে সরে।
No comments:
Post a Comment