rodchaya

rodchaya

Friday, 22 July 2011

বি এ আর বিয়ে


ব্যাচেলর ডিগ্রি পাবার আগেই আমার বিয়ে হয়ে গেছে
আর ম্যারেজের পর আর বিএ করা হয় নি
বাসরে এ নিয়ে অসুবিধা ছিলই
আসরে আসরেও অনেক বিভ্রান্তি।
বিএ র আগেই বিয়ে দিয়ে
যত অশান্তি।

আমার ইচ্ছে ছিল না এ কথা বলার
অবলার সিদ্ধান্তে প্রেরণা অন্তে
কণায় কণায় কোনায় এসে গিয়ে,
মহাশয়েদের সহানুভুতির বিভুতি নিয়ে 
ভাবছি বিএ টার নিমিত্তে আরো একবার
প্রয়াস লাগাব । একটু দেখবেন ত'
ভালো জবাব পান কিনা ?
প্রশ্নমালা মালাবদলের সময় হাতে পেয়েছি।

মাথা ঘোরার রোগটা সাতপাক থেকে শুরু
অগ্নি সাক্ষী রেখে বলছি
বাসি হয়ে বাশী বাজানো সেই থেকে।
অন্তর হস্তান্তর করে 
মাকে দাসী দিয়ে দাস, দাসত্ব স্বীকারে দায়বদ্ধ
আর মুক্ত কারাগারে্র বিশুদ্ধ সমীরণে বেহুশ ।

আপনারা কি বিএ করেছেন ?
বিয়েও করেছেন ?

বাহঃ! সুন্দর।

No comments:

Post a Comment