rodchaya

rodchaya

Sunday, 24 July 2011

আই


অবসরে ভাবি তোমার কাছে বসি 
অসপন্ত হয়ে সময়ের বেষ্টনী পারিনা লঙ্ঘিতে
ওদিকে নেশা গুলোও পিছুটানে
ছাড়া আর ধরার মাঝে এ ধরায়  কত কৌতুহল
নিভৃত ভূবণ দিবা স্বপনচারিতা
তথাপি নিভৃতে তোমায় ভেবে 
পিছু পাণে এগিয়ে চলি
তুমি মানো, না মানো ।

তুমি জানো কি না জানো, 
তবে কর্মযজ্ঞে আহুতি ,
সবই সেই ভ্রুণে ফিরে যাওয়ার প্রগতি
প্রারব্ধের অঙ্কে ধণাত্মক রাশির
উল্ললিত প্রস্ফুটণের বাসনা।
স্বার্থ জড়িয়েই ছিল।
আর ছিল তোমায় পাওয়ার ছল।
পবিত্র তপোবন ,স্নিগ্ধ পবন 
হ্রিদি দেহারায় তোমায় স্থাপন
চিন্ময়ী , তুমি প্রজায়িনী 
মা আমার , এত টুকু তুমি জেন।

No comments:

Post a Comment