rodchaya

rodchaya

Thursday, 7 July 2011

কে জ্বালাবে ?




একদা কাঠে জ্বলতাম, এখন তড়িৎ ব্যবস্হা
একটু বেশী একাকীত্বতা,
ডোমেদের বাশের নেই সেই পরিচরয্যা ,
নেই সেই চিতার সুখশয্যা , নেই ফিরে দেখা
কত ফোটা আঁখি জল , শীতল করবে পরকাল।

মনের জ্বলনের বৈদ্যুতীকরণ? জ্বলনের আধুনিকতা ?
এসেমেস আর এমেমেস এর সৃজনশীলতা ?
কিছু ভগ্নতা আর নগ্নতা, পরিশেষে আবদ্ধতা।
বলোহরি হরিবোলের কিছু ডিজিটাল ব্যবস্হা।
আমার নিজের প্রতি অনাস্হা ।

সেমিকন্ডাকটরের প্রজুক্তিকরনের সাথে সাথে
সমাজে ডোপিং সরবত্র।
সেটাও আধুনিক চিতায়
শোবার মতোই,
লজিক গেটের বিপরীত মেরুকরনে
আপাতত একমুখী স্রোত।

তুমি সব জেনে আমায় ছেড়ে দিলে
আমি ডোম কোথায় খুজি,
সার্চ দিয়ে বসে ই-মেল দেখছি......আর জ্বলছি।।

No comments:

Post a Comment