rodchaya

rodchaya

Wednesday, 29 June 2011

নিজেকে

অনেকদিন  ভালোবাসিনি
অনেকদিন ছুয়ে দেখিনি
চেয়ে দেখোনি বহুদিন আমি নিজেরে যতন ক'রে
মিষ্টি ভোরে ,
সাঝের আলোয়
কড়া নাড়িনি মোর দুয়ারে একান্তে চুপিসারে।

বসন্ত এল , আসনি তুমি
কোকিল ডেকেছে , ডাকনি তুমি
শিমূল ফুটেছে , ফোটোনি তুমি 
মঞ্জরি এল এলেনা তুমি

দগ্ধ হয়ে বদ্ধ আমি তোমার প্রতীক্ষায়
দিন কেটে রাত , রাত কেটে দিন
একে একে কত যায়,
আশ ভ'রে না শ্বাস টি গুনে
বর্ণ ছন্দ সব গেল রয়ে।
একা আমি  হেথা ভগ্নধারা
হৃদয় সেথায় ছন্নছাড়া
বিহবল মন মানে না যতন 
ডাকে শুধু কাছে হায়
ভালোবাসিনি ছুয়ে দেখিনি 
জানিনা অন্তরায়।


No comments:

Post a Comment