দেশে , বিদেশে নয়;
ঘুরে বেড়িয়েই সেই শুরু থেকে।
কত দানব দত্যি দেখে;
মানব-সাধু কিছু, আর নগণ্য হাতে গোনা
ত্রাতা,বিধাতা রূপে।
দেবতা আছেন স্বরূপে অনেক,
নিজ মন্দিরে পূজিত,
আজকাল চক্রান্তকারী অধ্যুষিত,
এই দুনিয়া।গল্প বিশ্বাসঘাতকদের,
কেঁপেই চলেছে হিয়া।
দেখা হোল এক ঘাতক বিশ্বাসের সাথে
মিষ্টি দেখতে ভারী ,মিষ্টভাষী
কি সুন্দর হাসি ,বিগলিত তুমি ও আমি।
‘লাভ সিং জেনারেল ,বেঁচে আছি,
জাঁদরেল আগের থেকেও বেশী’,
বলল হেসে দেশী ।
পৃথ্বীরাজ চৌহাণ গল্পের পাতায়
ইতিহাসে মোহম্মদ ঘোরী
দেখলাম কাশ্মীর থেকে নীচে নেমে শেষে
রাঠোর জয়চন্দ ভূরি ভূরি
এখনো দিচ্ছে শুড়শুড়ি।
জয় সিংহ বেঁচে আছে আজও,
সাথে আছে বেনডিক্ট আরনল্ড
আলফ্রেড রেদল আর
ঝুড়ি ঝুড়ি ব্রুটাস।
শ্বাস নিয়ে চলেছে
ক্যান্সার হয়ে সমাজের শিরা ধমণীতে,
কষ্ট হয় না খুঁজে পেতে ।
তার কথা বলিনি ,
হিমালায় থেকে কণ্যাকুমারী জুড়ে
বিরাজিত সেই সুরে, এখনো মীর জাফর।
মুছে গেছে সিরাজ , রাজাধিরাজ আরো
থামেনি এখনো ঝড়
যুগে যুগে এরা বেড়েছে , এরাই
শাশ্বত সনাতন।
অমর রয়েছে অলিতে গলিতে আজো,
শত শত বিভীষণ।
.........প্রদীপ
No comments:
Post a Comment