ভেসে যাক স্বপ্ন শত, ভেঙ্গে যাক হৃদয় তত
আমি আর ভাঙ্গবো না জীবনে
চড় সে পড়ে পড়ুক , খরা তে খোরাক মরুক
শ্রাবণে আসবে নেচেই ক্ষণে ।
লগনের ঐশী জোয়ার ,না লেগে আজ কে তো আর
ফোটেনা পলাশ বকুল যুঁই
ফিরে ঐ দেখি চেয়ে, অতীতের ছন্দ বেয়ে
ফুটেছে শিউলি চাঁপাভুঁই ।
যায় যাক ছন্দ ঝরে, তুলব নতুন করে
প্রাণের ঐ দর্পদিনের ঝড়
বিষাদের বজ্র বীণা ,দেখেছি বেসুর কিনা
শুনেছি সুর যে ভয়ঙ্কর ।
ওরে ঐ মন টি আমার , আমি আজ কুমোর কামার
বাঁধব প্রথম ধরা তানে
শুনে সে শব্দ শীতল ,নাচবে মরুতে জল
আমার ঐ অন্তরেরই গানে ।
..................প্রদীপ