rodchaya

rodchaya

Sunday, 4 September 2011

অনুভব


ভালো-ও তো আছে , সত্য-ও আছে ঠিক
শ্বাসেতে শ্বাসেতে লক্ষ হৃদয় বুঝেছে সর্বাধিক।
অমোঘ সত্যে আশা জাগে আরো আরও জাগে ভালোবাসা
প্রাণ পায় খুঁজে নবস্পন্দণ পালায় সর্বণাশা
সেই সত্যের সংক্রমনের শুনেছি অনুরনন 
ধরার মাঝে অবতার বুঝি ভ্রুণায়িত এই ক্ষণ
অনুভূতিতে শিহরণ জাগে আজ এই কথা ভেবে 
অপার করুণা আবার এ ভবে হেসে হেসে বিলাবে
আসবে মানব সত্য জেনে সে মহামানবের দ্বারে
কি জানি কি করে এই অনুভব আজ এই অবসরে ।
                   ......প্রদীপ 

No comments:

Post a Comment