rodchaya

rodchaya

Sunday, 4 September 2011

“চলো,হেসে আসি”


প্রিয় বান্ধবী,
শুধু ভাবি আর ভাবি,
দুঃখ যত যাতনা যত,
যদি মোছা যেত তার ছবি!
হে বান্ধবী,দিশেহারা ;
হৃদয় ভরা অনুতাপ,
অর্থাৎ , নিরুপায়;
শুধু হায়, দেখি আর ভাবি,
প্রিয় বান্ধবী।

প্রিয় বান্ধবী,
ডেকে তোমায় বলি,
এই, চলনা, যাবে? একটু হেসে আসি।
প্রাণ ভরে , হৃদয় মেলে, মুক্ত গগণ পারে,
শুধু দুজনায় এসে, বুক ফেটে হেসে,
জানাব যে বারে বারে,
জীবন অত্যাচারে,মানবনা হার
মরবনা এ আঁধারে।
তুমি মুক্ত গগন পারে 
হেসে যাবে বারে বারে,
হেসে যাবে পরপারে।

চলনা, একটু হেসে আসি,
যন্ত্রনা কে বলে এস,
তুনি আসছ, আমার সাথে।
এবারে সে বাজাক বাঁশী,
মণ ভরে রাশি রাশি,
আর আমরা দুজনে হাসি?
চল, যাবে, একটু হেসে আসি ?

............প্রদীপ










No comments:

Post a Comment