হাজার চোখের মেলায় আমি আসব না
একটি মনের ভেলায় মন্দাকিনী
রুপের মালার ভূষণ মেনে মন
স্বচ্ছ কাঁচে মনিমালার সুখ।
নগ্ন দেহে কাছে আসা দায়
নগ্ন মনের শোভা অপরুপ
নগন্নতার সুখ ভরা যে ভারী
নাগপাশেতে মুক্ত সকল দুখ
আজকে তোমায় গল্প বলার পালা
সংক্রমণে ছন্দ গেল এসে
পরমাণূ অনু সবই তোমার
আমি ছিলাম চিরন্তনী মূক
সৌরশক্তি প্রথম ছটায় এসে
অমৃতের ঐ লগন তখন শুরু
প্রেমানন্দে অট্টহাসি মিশে
নাচে আমার যুগল তণুর বুক
সকল ঘটা ঘটের-ই আবেশে
আমি তুমি নাই বা মানতে পারি
তথাপি এই মান্য সনাতন
সৃষ্টি এটাই হয়ে যুগে যুগ ।
..................প্রদীপ
No comments:
Post a Comment