rodchaya

rodchaya

Sunday, 4 September 2011

‘নিকুচি করেছে ’




প্রেম করব না বললেই হোলো নাকি ?
এই যে হয়ে গেল আর না আর না করতে করতে
এখন দিন রাত রিমোট ঘুরিয়ে তোমায় খোঁজা ,
আর কত বাকি , তোমায় পেতে ?

যাই হোক , ছন্দ হারালেও সুর আছে ধরা
অধরা প্রেম , বুঝেছি না বুঝে
চাপা থেকে থেকে প্লাবণ হয়ে শেষে
কি বেশে যে আসে , করব না বললেই হোলো নাকি










চুপ , যদি কেউ জেনে ফেলে পাছে
নতুন প্রেমে ভয় লাজ বিলক্ষণ
সাদা মাটা ভেবে চোখ ফিরিয়ে কিছুক্ষণ
আসলে উদাসী বাউল ,নজর না কাড়লেও
কানাকানি করে ।তেপান্তরে তোমায় পেয়ে
বা মরুদ্যান মরুভূমে , প্রেম করব না বললেই হোলো নাকি ?
  ............... প্রদীপ







No comments:

Post a Comment