আমাকে ডেকে আকাশ টা দিগন্তে মুখ লুকিয়েছে
বেয়াদব তারা গুলো খসে না
জটলা পাকিয়েছে কিছু মেঘ
আন্দোলনে নামার আগে চাঁদ কে দলে নিতে চায়।
এখন আকাশ নেই
তাদের বিপ্লব চাঁদ কে সামনে রেখে।
আমি দিগন্তের দিকে এগিয়ে চলেছি তোমায় দেখে।
বিস্তার দিগন্ত যার
কি ভাবে হারাল ?
ঈশাণ কোনের মুখ ভার
পদ্ম পাতায় এক ফোঁটা শিশির যাকে ধরে রেখেছিল
সে আজ পলাতক।
আমি বুঝিনা তোমার তরঙ্গের সৃষ্টি কোথায়
আমি সেখানে হারাতে চাই
আকাশ মিলেছে সেই স্রষ্ঠার পাদদেশে
আমায় যাবে নিয়ে,
সেই বিদেশে ?
No comments:
Post a Comment