rodchaya

rodchaya

Sunday, 4 September 2011

প্রণয়




দিশাহীন সংকোচে প্রাণ ভরা ভালোবাসা
দেখেও দেখে না বুঝেও বোঝেনা ভাষা
বধির হৃদয় রুধির স্রোতে তপ্ত
প্রেম নিবেদন এখনো অসমাপ্ত

সাজগোজ যত অবহেলাতেই মিষ্টি
তন্দ্রা জড়ান কাজল চোখের দৃষ্টি
উড়ন্ত কেশ জুড়ন্ত মনে ধেয়ে
কি যে অপরুপ অপলক থাকি চেয়ে

অঞ্চল মেঘ উড়েছে পবনে মত্ত
একাকী দেখেছি লুকিয়ে একথা সত্য
নিখাদ ভাষায় জীবন্ত এক কবিতা
আমার মনের প্রথম প্রেমের সবিতা

না বলা কথা অবলার প্রতি লাজে
বলে গেল সে প্রান ভরে তাই বাজে
“তুমি কি আমারে চেয়েছ পরান ভরে
আমি যে বেধেছি আমায় তোমার সুরে”।

      ...............প্রদীপ 

No comments:

Post a Comment