দিশাহীন সংকোচে প্রাণ ভরা ভালোবাসা
দেখেও দেখে না বুঝেও বোঝেনা ভাষা।
বধির হৃদয় রুধির স্রোতে তপ্ত
প্রেম নিবেদন এখনো অসমাপ্ত।
সাজগোজ যত অবহেলাতেই মিষ্টি
তন্দ্রা জড়ান কাজল চোখের দৃষ্টি
উড়ন্ত কেশ জুড়ন্ত মনে ধেয়ে
কি যে অপরুপ অপলক থাকি চেয়ে
অঞ্চল মেঘ উড়েছে পবনে মত্ত
একাকী দেখেছি লুকিয়ে একথা সত্য
নিখাদ ভাষায় জীবন্ত এক কবিতা
আমার মনের প্রথম প্রেমের সবিতা
না বলা কথা অবলার প্রতি লাজে
বলে গেল সে প্রান ভরে তাই বাজে
“তুমি কি আমারে চেয়েছ পরান ভরে
আমি যে বেধেছি আমায় তোমার সুরে”।
...............প্রদীপ
No comments:
Post a Comment