rodchaya

rodchaya

Sunday, 4 September 2011

বেগুনে জ্বালাবেন না




তেলে বেগুনে জ্বলেছেন ? জ্বালিয়েছেন নিশ্চয় হলফ করে বলতে পারি
নতুন যখন সলতে বানাতে প্যাঁচ খায় না তুলো,
কড়াই এ বেগুন জ্বলেছে সাথে আপনি ,আমিও
আর ঐ লোকগুলো ,পিঠে কুলো বেধে চোখে ঠুলো।
যাক, এ বেলা থাক আজেবাজে কথা ,
নইলে তো অভিমানে ডুমুরের ফুল হয়ে
মন্থণার মন্ত্রণায় সলতে বানাবেন আমারে
তাই ভবনাথ ক্লান্ত দিয়ে ক্ষান্ত এ আসরে ।



বাসরে যদি শ্বশুরবাড়ীর কেউ থাকে সে তোমায় ছেড়ে ভিন্ন
কেউ হতে পারেনা ।আমিও তো সেই থেকে ঐ বাড়ীর ই লোক,এটাই গোলো যোগ, আমার নিজের বলে কি আর কিছু রইলো ?রজণীগন্ধার গন্ধ নেবার পরে , এই আসরে ,স্বধাঃ, তেরেকেটে ধা ধা ধা
   

শণির বলয় দেখেছেন ,আমার বলয় টা একটু ছোট্ট ,স্যাটেলাইট গুলোর আরও ,আরো একটু
 একটু একটু করে ছোট হতে হতে বীজে এসে লালবাবায় বন্দি
তেলে ধোঁয়ায় আঁশটে  উফ , আর না , আমি আবার অঙ্কুরিত হব'
অগ্নি পরীক্ষা নয় , হে জগন্মাতা , আমায় গর্ভে ধারণ করো
রাত না হোলেও নাসিকা গর্জন তুলে ,তারে ভুলে,
আমি ঘুমোই।



..................প্রদীপ

No comments:

Post a Comment