তেলে বেগুনে জ্বলেছেন ? জ্বালিয়েছেন নিশ্চয় হলফ করে বলতে পারি
নতুন যখন সলতে বানাতে প্যাঁচ খায় না তুলো,
কড়াই এ বেগুন জ্বলেছে সাথে আপনি ,আমিও
আর ঐ লোকগুলো ,পিঠে কুলো বেধে চোখে ঠুলো।
যাক, এ বেলা থাক আজেবাজে কথা ,
নইলে তো অভিমানে ডুমুরের ফুল হয়ে
মন্থণার মন্ত্রণায় সলতে বানাবেন আমারে ।
তাই ভবনাথ ক্লান্ত দিয়ে ক্ষান্ত এ আসরে ।
বাসরে যদি শ্বশুরবাড়ীর কেউ থাকে সে তোমায় ছেড়ে ভিন্ন
কেউ হতে পারেনা ।আমিও তো সেই থেকে ঐ বাড়ীর ই লোক,এটাই গোলো যোগ, আমার নিজের বলে কি আর কিছু রইলো ?রজণীগন্ধার গন্ধ নেবার পরে , এই আসরে ,স্বধাঃ, তেরেকেটে ধা ধা ধা।
শণির বলয় দেখেছেন ,আমার বলয় টা একটু ছোট্ট ,স্যাটেলাইট গুলোর আরও ,আরো একটু ।
একটু একটু করে ছোট হতে হতে বীজে এসে লালবাবায় বন্দি।
তেলে ধোঁয়ায় আঁশটে উফ , আর না , আমি আবার অঙ্কুরিত হব'
অগ্নি পরীক্ষা নয় , হে জগন্মাতা , আমায় গর্ভে ধারণ করো
রাত না হোলেও নাসিকা গর্জন তুলে ,তারে ভুলে,
আমি ঘুমোই।
..................প্রদীপ
No comments:
Post a Comment