rodchaya

rodchaya

Sunday, 4 September 2011

অহম



শিখার বয়েস নিয়ে সমস্যা,কোন প্রমান নেই অবগতির
দ্বারে দ্বারে যৌবন নিয়ে ঘোরে, তথাপি নির্লিপ্ত , নেই কামনা বাসনা,নেই কোন অনুশোচনা।
আরাধণাই জীবন মন্ত্র ,তিতীক্ষায় কাটে কাল ,শেষ নেই এ গতির।
আমি দ্বীপ জ্বেলে বেঁধেছি যে তারে।
                       ............  প্রদীপ

No comments:

Post a Comment