একটা সকাল যদি কবিতা হয়ে ওঠে,
শত শত সবুজ সূর্য ভালোবেসে যদি
ছন্দে ভরায় দিন । রাতভর ছড়িয়ে দিয়ে স্বপ্ন রঙ্গিন
জাল।ধুসর পৃথিবী ইতিহাস হবে আড়ালে আবডালে,
আমরা তারুণ্যের জোয়ারে প্রকাশিত হব দ্বীপ্ত শিখায়।
বাস্তব থেকে একটু না হয় সরে ,
অবহেলায় কুন্ঠিত না হয়ে মুছতে তামসিত ইতিহাস।
সবুজ , আরো সবুজ , অনেক সবুজ মিলে
হৃদপিন্ড গুলো বদলে , হৃদয় বদলাতে
তাবড় ওই স্বরলিপি হিংস্র উন্মাদণার,
বেদনার ধুমায়িত পটে,
বারিধারার ছন্দে আনন্দে
গাইব মুছে দেওয়ার গান।
আহ্বাণ, আজ শুধু আহ্বাণ।
No comments:
Post a Comment