rodchaya

rodchaya

Sunday, 4 September 2011

ঘুম নেই





ঘুম নেই সময়ের চোখে ,ঘুম নেই জনশূণ্য পথে
ঘুম নেই ললাটের সাথে পাত পেতে কল্পনার
ঘুম নেই রাতের তারার
এই বেলা যত কাজ সময়ে সারার

ঘুম নেই বাদুড় পেঁচা মাসীদের ,
ঘুম নেই পথ চেয়ে বসা দেবদাসীদের,
নিষিদ্ধ পাড়ার
এই বেলা যত কাজ সময়ে সারার
  
ঘুম নেই মন্ত্রের ঘুম নেই যন্ত্রের
ঘুম নেই অশরীর পাগলপারা
ঘুম নেই নীতিদের কর্ম ছাড়া
এই বেলা যত কাজ সময়ে সারার

ঘুম নেই রাজসুখে , ঘুম নেই বড় দুখে
ঘুম নেই পথেঘাটে নিয়তি হারার।
ঘুম নেই অনাহারে ঘুম নেই কারাগারে
ঘুম নেই যুগে শত দেহ-দেহারার।
এই বেলা যত কাজ সময়ে সারার

1 comment:

  1. অসাধারণ ... কি বিষয় ভাবনা ও তার উপসস্থাপনা , মোহিত হয়ে গেলাম প্রদীপ দা ...! দ্বিতীয় ছত্রের উক্তি কবিতাটিকে অন্য মাত্রা দিয়ে দিয়েছে !!!

    ReplyDelete