ঘুম নেই সময়ের চোখে ,ঘুম নেই জনশূণ্য পথে ।
ঘুম নেই ললাটের সাথে পাত পেতে কল্পনার ।
ঘুম নেই রাতের তারার ।
এই বেলা যত কাজ সময়ে সারার ।
ঘুম নেই বাদুড় পেঁচা মাসীদের ,
ঘুম নেই পথ চেয়ে বসা দেবদাসীদের,
ঐ নিষিদ্ধ পাড়ার ।
এই বেলা যত কাজ সময়ে সারার ।
ঘুম নেই মন্ত্রের ঘুম নেই যন্ত্রের
ঘুম নেই অশরীর পাগলপারা
ঘুম নেই নীতিদের কর্ম ছাড়া।
এই বেলা যত কাজ সময়ে সারার ।
ঘুম নেই রাজসুখে , ঘুম নেই বড় দুখে
ঘুম নেই পথেঘাটে নিয়তি হারার।
ঘুম নেই অনাহারে ঘুম নেই কারাগারে
ঘুম নেই যুগে শত দেহ-দেহারার।
এই বেলা যত কাজ সময়ে সারার ।
অসাধারণ ... কি বিষয় ভাবনা ও তার উপসস্থাপনা , মোহিত হয়ে গেলাম প্রদীপ দা ...! দ্বিতীয় ছত্রের উক্তি কবিতাটিকে অন্য মাত্রা দিয়ে দিয়েছে !!!
ReplyDelete