rodchaya

rodchaya

Sunday, 4 September 2011

কোনও কবিতা নয়



অসমাপ্ত সময়গুলোর একটা চেক লিখে আই সি ইউ তে নিশ্চিন্তির লড়াই চলছে
চক্রবৃদ্ধি হারে জীবন বাড়ন্ত , প্রযুক্তি কলা দেখিয়েছে অনেককেই
ষোলকলা ব্লু ব্যালান্সে পূর্ণ হবে
হৃদয় বিফলে গেছে, যকৃত মালে  বিকৃত
ফুসফুস সালে সালে ধোঁয়ায় তামসাচ্ছন্ন ,
তথাপি হতাশার কোনো কারণ নেই
খাতায় ধণাত্মক রাশি দ্বীপ জ্বেলে রাখবেই
বসন্তে পাতা ঝরবে না , যৌবন মরবে না , সিঁদুর মুছবে না ,খাতা মুছে যায় যাক
এখনও কবিতা শুরু হয় নি , ধৈর্য ধরুন
আজকের বিশেষ বিশেষ খবর হোল
গত ১২ দিনে কোনও নতুন স্ক্যামের সুচণা আসে নি কোনো সংবাদ সংস্থা থেকে,
কোনও খুন , রাহাজানি বা বলাতকার হলেও খবর নিউজ রুমে পৌছায়নি
দেশ-বিদেশের বহু মাণ্য গণ্য ব্যাক্তি -নিয়ে চিন্তা ব্যাক্ত করেছেন
রুপসীরা সংবাদে আস্তে পারছেন না বলে  বিক্ষোভ প্রকাশ করেছেন
আবহাওয়া , বণ্যা, খরা শিরোনামে না আসতে পেরে কর্মকান্ড স্থগিত রেখেছেন
বাজার দর বা জ্বালানীর সমস্যা তালিকাবদ্ধ করা যাচ্ছে না
জামেরিকা ,উশিয়া , আর্মাণী যে প্রস্তাব এনেছিল সীন তাতে ভিটো প্রয়োগ করায় ধাণমন্ত্রী চিন্তা ব্যাক্ত করেছেন।জিনিস বুক অফ বিশ্বমাণে নাম লিপিবদ্ধ হতে পারে দূর নীতি পালনে।
খেলার খবর





ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে হকির পাশে ক্রিকেট কে রাখা নিয়ে সমস্যা দেখা দিয়েছে
দুজনেরই দুই রকমের ছোঁয়াচে রোগ আছে বলে বিশেষজ্ঞেরা জানিয়েছেন
অলিম্পিক এশোসিয়েশন অনশন কে ছেলেখেলার তালিকায় লিপিবদ্ধ করতে অস্বীকার করেছেন।
পরবর্তী গিলোটিন আসল বলে।
এখনও কবিতা শুরু হয় নি , ধৈর্য ধরুন
খবর ভেঙ্গে  খবর ভেঙ্গে  খবর ভেঙ্গে
কবির কবিত্বে ভাবের অনশন
সামাজিক দংশণে , আমরন প্রহসন
প্রতিক্ষণ নিঠুর নির্যাতন
নব নব দুঃশাসন
পিছনের দরজায় শব্দের পলায়ন
ছন্দের গঠনেই পতন , অযতন
বিস্মৃত তন্ত্রগণ।
কবিতার অঙ্কুরে, বিপর্যয়।
এতে কোনও কবিতা হয়
আর ধৈর্য নয়, এবার জেগে পড়ুন।
           ...............প্রদীপ



No comments:

Post a Comment