rodchaya

rodchaya

Sunday, 4 September 2011

“পারে হতে ইতিহাস”


এরপর যদি অসুর না থাকে ,
নতুন করে ভাবতে হবে মা দূর্গার কথা
ভাবতে হবে নতুন একটি রূপ
হবে না আর ছোট্টবেলার চোর পুলিস খেলা
অণ্যায় হবে এই অবহেলা ,
চোর উচ্ছেদ কাহিণী পারে না হতে ইতিহাস।

একটা সমাজ যেখানে পুলিস নেই
একটা অসুরবিহীন দুর্গা
অথবা সেই রাবণ বিহীন রামলীলা, 
আমি তো জ্বলেই যাচ্ছি ভেবে ।

হাজার হাজার অভিধান থেকে শব্দ গুলো মোছা





দূরে থাক ,
পুলিস না হয় না থাকল চোর যদি না থাকে
অসুর হারা মায়ের গতি ,
হায়! পূজোর ছুটি,
নতুন জামা , কোলাকূলি , নাড়ু তক্তি ?
আমি পূজিব কাহারে সই ?

মায়ের খাতিরে আর শিশুর খেলার ছলে
ওরাও থাক অল্পসল্প,
পুলিশ থাক বেচে , বাজুক বিজয় ঢাক
আরতির সাথে সাথে
আমি গল্প লিখব , তুমি লিখ, ইতিহাস।

………..প্রদীপ 

No comments:

Post a Comment