rodchaya

rodchaya

Sunday, 4 September 2011

দরদ



মাঝে ভেবেছিলাম 
দরদ গুলো একত্র করে
হিমালয়ের ওপারে
কিংবা সাগরে
অথবা তেপান্তরে
নতুবা পরপারে
বা পাতালপুরির গহ্বরে
লুকিয়ে আসব ছেড়ে।
তুমি বললে,
"সৃষ্টি রসাতলে যাবে রে!"
আমি দরদ নিলাম ভরে।
                ..........প্রদীপ

No comments:

Post a Comment