rodchaya

rodchaya

Tuesday, 21 June 2011

কিছু কথা





না গাওয়া গানের কলি গুনগুনিয়ে গেল
দেখিনি ভ্রমরটিকে ফুলের মধু খেতে
অচেনা দখিন হাওয়া গন্ধ দিল এনে
কে এল জানল না কেউ রইল সবাই মেতে।

হারিয়ে যাই খুশীতে হেরে বারে বারে
দেখেছি তের নদী তেপান্তরের পার 
সাগরের উল্ললিত উর্মি হৃদয় মাঝে
যাযাবর মরুদ্যানটি খুজেছে আবার।

দমকা হাওয়ায় দ্বীপটি যাবে নিভে
এমন টি ত' অহরহই ঘটে
বোঝাবুঝির কাল-কে গুনে গুনে
আরেক বোঝা চাপবে ঘাড়ে বটে।

হারিয়ে যাওয়া গড়ার মাঝে থেকে 
সেই গড়াটি নাই বা শুরু হ'লো
জনম ক'ত আছে পরে বাকি
এই জনমে হারাব ভুল গুলো।

প্রদীপের ওই শিখাটুকু দেখে
চাঁদের আলোয় হারায় যদি মন
সেই মনকে খুঁজি আজও আমি
তাই তো হারাই সকল সর্বক্ষণ।

No comments:

Post a Comment