ভাব ভাবনা কিছু না
মানস সরোবর থেকে খাল কেটে এনে দেশী ঠেকার ভান্ডে
চুমুকের আগে 'বল হরি .. হরিবোল'......।
বাস!!!
কতদিন শুনি না
আজকাল হরি নামটাও কেমন বলদা বলদা শোনায়
উপযুক্ত কোন আধুনিক নাম .....!
নামের উপায় বেড়চ্ছে না
এটা নিয়ে এই কাব্যের পাঠকেরা ভাবুন
আমি দেখি , সাম্যবাদ নিয়ে অ্যরিস্টটল কি বলেছেন ?
সব কিছু ঠীক আছে , চিতা সাজান বা কবর খোরা
যার যার ভাগ্য বিধান, এতটুকু বৈষম্য থাকতেই পারে
ওপাশে কল্পতরু পর্যন্ত না পৌছে কামধেনুর আরাধনা,
ব্যোম ব্যোম করতে করতে বোমার ভয় থাকতে পারে
সেই ক্ষেত্রে হরি ভালো । একটু মানিয়ে নেবেন , টেলিভিশনের
পর্দার সামনে থাকলে কোন ভয় নেই
কর্মযোগ নিয়ে আমি ভাবব না
ওটা এস এম এস করে ষোল কলা পূর্ণ।
তোমার দ্বিতীয়ার চাঁদ আমার পূর্ণিমাকে ছাপিয়ে গেছে
আমি আর ভাববো না
দাসত্বে আমি বন্দি হইনি , মুক্তি কে পায়ে ঠেলেছি ভয়ে
নামের আগে চন্দ্রবিন্দু জুড়ে ঐশ্বরীক আলিঙ্গন
প্রতিটি শ্বাসে ভরপুর । চিতা আজকাল উডলেস জ্বলছে,
প্রযুক্তির অগ্রগতি এতটাই ,
"দু বাহু তুলিয়া , হরিকে ভুলিয়া " ডিজিটাল প্রশান্তি।
আমাকে একটা ই-মাল পাঠাবেন?
সাথে গঙ্গাজল, তুলসী পাতা , একটু চন্দন
একটা সাদা চাদর , নাড়কেল দড়ি
কিছু গন্ধপুষ্প আর বাঁশ।




No comments:
Post a Comment