rodchaya

rodchaya

Wednesday, 29 June 2011

অঞ্জলী






অঞ্জলী তে ফুল ছিলো আর ছিল আশা
মন্ত্রের অক্ষরে অক্ষরে প্রত্যাশা।
প্রেম না ভালোবাসা, কি জ়ানি ?

চেতনা ছেয়েছে অস্মিতার তোয়ধরে
আলস্য ছিনেছে দায়ভার
সত্ত্বা দিগম্বর হয়ে ভূলুন্ঠিত
মানের স্বপন হুশ ছেড়ে কারাবাসে।
মানুষ শ্বাসে আশে। ভালোবাসে ?

আমি ছিলাম দূরে  উপবাসে, সমীপে তোমার
উপহাসে কেটে গেল কাল
বিন্দু তারায় চমকিত আখি।
দূরে, বহুদুরে একাকী
কল্পে শুধু তুমি।

হারিয়ে যাওয়া এখনো আছে বাকি
খুজে না পাওয়া  নিজেকে বয়ে চলেছি কতকাল
হারাবার নিমিত্তে, তোমার ঠীকাণায়।
অঞ্জলী তে নিয়ে শুধু ভুল।

No comments:

Post a Comment