rodchaya

rodchaya

Tuesday, 28 June 2011

প্রশ্ন


হাজা্র হাজা্র মানুষের মাঝে
বাতাসে লক্ষ লক্ষ শ্বাসে, এ দেহ টিও খুজে নেবে অক্সিজেন
অজান্তে , একান্তে।

চোখের তারা তন্ন তন্ন করে খুজবে একজন চেনা অজানা কে
ক্ষণে ক্ষণ বিচলতায় নিজেকে হারিয়ে দিয়ে
একটি প্রশ্ন জানতে।

শহরের ব্যস্ত জনপথে ক্লান্ত চিন্তা গুলো দলে দলে
আশ্রয় নেবে ভাবনার রাজপ্রাসাদে
নতুন স্ফুর্তি আনতে।

ফেলে আসা দিন সেথা ,ছুটে গিয়ে ,
বিহবলতায় অস্ফুট উল্লাস হৃদয় ভরে
না জানা প্রশান্তে।

আজ অপরিচিত পরিচিতের খোজ,
চেনা সে গলিতে চলতে চলতে শঙ্কা চিত্তে ,
পারো কি চিনতে তুমি ?




No comments:

Post a Comment