rodchaya

rodchaya

Wednesday, 29 June 2011

ক্ষুধা



জনম থেকে স্তন খুঁজে আমি
তন খুঁজি যৌবনে,
ধন খুঁজি মনে, লোলুপতা সনে
মরে যাই সদা মনে।
মন অরণ্যে
সদা স্মরণ্যে,
শুধু ঐ একই সুধা...
ক্ষুধা।

ক্ষুধা তো আজকের নয়,
ক্ষুধা তো জনমের, আর কত সয়?
পেটে, নজরে, মনে, শরীরে
ক্ষুধাই ক্ষুধাময়।

জানো, এর পিছনেই জীবন পণ করে
আসরে আসরে ছোটা
প্রান্ত থেকে প্রান্তরে
জন্ম জন্মান্তরের কামনা বাসনা।
যাতনা আর যাতনা। তুমি মানবে?

তুমি মানবে, কেননা এই দৌড়ে
তুমিও সামিল
শুধু একটু মনের গড়মিল।
তাছাড়া ভেবে দেখো
সনাতন থেকে আদিকাল
ইহকাল-পরকাল
আজকাল,
কাম-কাঞ্চন সুধা
বিলিয়ে দিচ্ছে মানবিক যত দ্বিধা
শুধু ক্ষুধা আর ক্ষুধা।

আরো বলি শোনো,
লাইবেরিয়া, বুরুন্ডি, কঙ্গো
ঘুরে দেখো নানা স্থান
আফ্রিকা থেকে আরো কাছে এসে
আফগানিস্তান
চির রোদনের তাণ।
ক্ষুদাই সেখানে সঙ্গ
মানব ছত্রভঙ্গ।
পুজিঁ এসে শেষে করুণার বেশে
খন্ড খন্ড, লন্ডভন্ড।

তুমি জেনেই তো ছিলে সদা
এ তো আর নয় ধাঁধাঁ।
বাধা শত ঢেলে
বাসনাকে মেলে,
হতভাগী বসুধা
দিয়েছে যে শুধু ক্ষুধা।

No comments:

Post a Comment