আনমণে বাস্তব থেকে দূরে , একটু ঘুরে
তোমায় দেখা।
অনুনয়ের সুর ধরে দু-চার কথা,
আশা-ভালবাসায় কিছু দেওয়া কিছু নেওয়া ,
কর্মযজ্ঞের আহুতি দিয়ে মায়াবীনি কে কাছে পাওয়া।
উল্লাসিত মনে ছুটেছি তব পানে
তুমি তান বেধেছিলে পরকালের গানে,
শ্বাস গুনে গুনে যবনিকা টেনে
অপলক চেয়ে থাকা,
ভালবাসা জ্ঞাণে
ছেয়ে গেল মণে সকরুণ বিষাদ বাদল,
থেমে যাবে , স্বপ্নের জাল বোণা।
এই আনাগোনা সংসার প্রান্তরে
মায়াজালে আমি-তুমি বাধা
ইহ-পরকাল ব্যাবধান , সংশয় শুধু মনে
কি জানি আর কত শ্বাস আছে বাকী
দিতে ফাকি ইহকাল ।



No comments:
Post a Comment