থেকে থেকেই মনে পড়ে ,কখনো বা ভুলে থাকি
ঠিক জেন মেঘে ঢাকা রবির কিছু ক্ষণ
আবার প্রত্তাবর্তন।
আবার, আবার, তোমাকে,
ভুলিতে না চাই।
মেঘেদের বারে বারে ফিরে আসা
কখনো বা ঝরে পড়া
অনিবার্্য্য।
প্রকাশের তারতম্য
ক্ষতি নেই,তবুও তো আছ?
রাতের আধারে বড় ভয়
নিশ্চয় কোন মায়া
আবরন টানে মাঝে ,
ভুলে যাই
ভুলিতে না চাই।
আমি একটা নীল আকাশ চাই
একটা সুর্্য্য
অবিরত
কিবা দিন কিবা রাত
স্বপন জাগরনে
অবিচ্ছিন্ন কিরণে
হৃদয় আকাশে
প্রস্ফুটিত হয়ে থাক
চির-বিরাজমান।
তুমি বড় নির্মম
তবু,তোমাকে ই চাই।
তবু,তোমাকে ই চাই।




No comments:
Post a Comment