ঈশ্বর খুঁজিছে আমায়, আমি রই পালায় পালায়
লুকায়েছি কামে লোভে আর,
ক্রোধে মোহে সদা বারে বার
ঈশ্বর খুঁজিছে আমায়,আমি হাসি, খুঁজিয়া না পায়।
দম্ভেতে ফাপে মোর বুক, চারিদিকে কি যে মহাসুখ।
গরবের থলি ভরি আর , আসে ভরে ঐ অহঁকার
সে খুজিছে মোরে তার তরে , আমি হাসি মন প্রান ভরে;
ঈশ্বর খুঁজিছে আমায়, আমি আছি নিজ মহিমায়ে।
যৌবন হলো গিয়ে পার,ফিরে দেখি দুখ যে অপার;
ঈশ্বর খুঁজি আমি শুধু, মরুভুমি ছেয়ে ঐ ধুধু
কাম ক্রোধ লোভ মোহে হায়,জ়ীবনের ঝরা বীথিকায়
মন সুধু আজ তারে চায়, সে রয় পালায় পালায় ।



No comments:
Post a Comment