rodchaya

rodchaya

Wednesday, 29 June 2011

তুমি কেমন আছ?


তোমায় নিয়ে ভাবি
কপর্দক হীন সময়গুলোতে ভাললাগা ছিল
প্রহরী হয়ে এগার দ্বার সামলেছি.
 আশাগুলো ভালোবেসে ঘুমিয়েছিল অন্তর্জলির কথা ভেবে
কর্মচারী হয়ে ছিলাম
দেহ, ভাব,তত্বাচারের বিরতি দিয়ে
যা অনুষ্ঠান , বিরতি ছিলনা তার।
লৌকিকতা বহুদুর, সুর মিলিয়ে একটা আভাস মাত্র ছিল।
আমি হারিয়ে যাই নি,চেতন মনে থেকে।

হারিয়ে আমি, আমায় ভেবে আজ,
আশার বাণে নিমজ্জিত প্রহরের প্রহারে ঘুম ভাঙ্গে নি।
স্পর্শ গন্ধ ভুলে, মনে মনে বসন্তের খোজে
দাবানল জ্বেলেছে ফাগুণ,
আমার সম্বিত অবচেতন মনে প্রতিবিম্বে আবদ্ধ
রাজত্বে সম্রাট হয়ে ভাললাগার বিসর্জন সেরে
আমার অনুষ্ঠান।
এই দেহ পুরমে সবদ্বার বিব্রত করে
শবাধার,
আমার আজকের পরিচয়।



তুমি কেমন আছ?

No comments:

Post a Comment