কিছু যদি আরো থাকে বাকি,
আরও রঙ,
বর্ণে ভাবে ছন্দে গানে,
রুপ রঙ্গে অঙ্গে অঙ্গে মেতে,
চায় থেকে যেতে,
প্রতীক্ষায় এই মনপাখী, একাকী,চেয়ে তব পানে।
প্রসঙ্গের তরঙ্গ তটিণীতে
হিল্লোল আনে প্রানে,
কে জানে,
কেমনে দেয় এনে শিহরণ ক্ষণে ক্ষণে,
পলে পলে ,
ছলে কৌশলে,
শব্দের মায়াপুরী থেকে ভাবের যাদুঘর।
আমি স্বপ্নপুরী তে এসে শুধাই,
আছে, আরো ,
আর ও কিছু বাকি?
উদাসী জ্যোতস্নায় জোনাকীর ছটায়
বা কালো বাদলের ঈশাণ ঘণঘ্টায়
ভেঙ্গে পড়ি পয়োধরে এসে।
থাকি শুধু চেয়ে,
নিঃশব্দে তোমার গান গেয়ে
জানাই যে বারেবার
তোমায় নমস্কার।




No comments:
Post a Comment