দুষ্টূ ভারী মিষ্টি ছিল সৃষ্টি ছিল সৃজনশীল
চোখের তারায় হাসি ছিল মনটি ছিল অনাবিল।
দৃষ্টি ছিল ভালোবাসার মধুর ছিল সম্ভাষণ
হাসতে খেলতে করে নিত নিজের মত সব আপন।।
হারিয়ে যাওয়ার আগে খুজে পেতে চাই
খুজে পাওয়ার আগে চিনতে যেন পাই
পরিচয়ে পাই যেন ঠাঁই,তোমার চরণ তলে।।
No comments:
Post a Comment