কুড়িয়ে নেওয়া অন্ধকারের বদ্ধদ্বারে বন্দী হয়ে চলেছি মহাপ্রস্থানে
পিছন ফিরে দেখি অবক্ষয়ের ইতিহাস লিখেছে বিবেক গোপনে
অবসাদের স্বাদ তিক্ত কালমেঘকে আব্রু টানতে করেছে বাধ্য
ক্ষণে ক্ষণে হাজার ক্ষণকে সাক্ষী মেনে কাল কাটানো অসাধ্য।
এ দেহের অজপা ফুরাতে এখনো যে কত' বাকি শুধু সেই জানে
তবুও বসন্তে পড়েনি মনে ক্ষণিকের তরে, পড়লেও কে মানে ?
বৈরাগ্য আসত যদি এক ঋতু আগে, ভাসত ভেলা ব্যাকুলতার টানে
তোমায় ভালোবেসেছিলাম কিনা , কে জানে ?
কাটলে সংশয় যা ছিল সব মনে , হয়তো মহাপ্রস্থানে
থাকত বিশ্বাস ,শুধু তোমায় জেনে।




No comments:
Post a Comment