rodchaya

rodchaya

Wednesday, 29 June 2011

বিবেক


এদিকে বেলা বেড়ে যায় ,
বুড়ো নীম গাছটার শাখায় শাখায়
কাঠবেড়ালীর ছোটাছুটির ছুটি।

একটা কুতসিত মাকড়সা সেই তখন থেকে জালে বসে,
আমার-ই মতো ।

একা বসে বিজলীর তারে বুলবুলি টার দৃষ্টিতে বিরহ?
দড়ির টুকরোটা হাওয়ায় দুলছে
আর ছায়া বুড়োটা ঘাড় নাড়ছে।

একটা স্থির সাদা মেঘ
একমনে  দেখে চলেছে আমায়।
পাতাগুলো নিঃশব্দে আশ্রয় নিচ্ছে মাটির বুকে।
ঘড়ির তিনটে কাটা  খুব নেশা করে,
আর রেডিও টা ঝড়ের শব্দ শোনায়।

'ওঠো জাগো' সন্ন্যাসী দেওয়ালে ঝুলছেন,
একটা টিকটিকি ঠিক ঠিক বলে গেল
আমার-ই কথা,
"চেয়ে চেয়ে কত যাবে ছেয়ে,ভেলা বইবে না এই পথ বেয়ে।"

No comments:

Post a Comment