ভালো না লাগা হতাশা গুলি
হত না আর বোঝা ।
নৈরাশ্যে খোজা মরুদ্যান
সাগর মাঝে স্থল
উদ্দীপিত আলোয় অন্ধকারে চেয়ে
খুজেছি হলাহল
আমার মুনশিয়ানা পাতাল ছুয়েছে
নিকষিত ঘোষনা
বিবেকের আহ্বানে এ গান গেয়েছে।
অমাবস্যার চাদ নয়
শ্রাবণের হতে পারি
বোঝো না বোঝো বয়েই গেল ভারি।
বিন্দুতে যে আঁশ মানে না মন
সিন্ধু খানি শুধুই পেতে চাই
নয়ন সেত' যা দেখে তা মায়া,
চাওয়া পাওয়ার মাপা-জোখাই তাই।
অরন্যের ক্রন্দন শুনেছি আমি
অঘোষ আকুতি
স্থবির হয়ে শেষে অবাচ্য অনুভুতি
লেলিহান শিখার মত জ্বলে ওঠে বুকে
তারপরে মরুভুমি
সকল-ই আত্মসুখে।
তবু সেই নিশুতি সোতকারে ,
জানায় সে বারেবারে
আজও সে যে ভালোবাসে
শ্বাসে শ্বাসে সব আশে
প্রতিপলে আভাসে
তামসে.... বিভাসে।




No comments:
Post a Comment