rodchaya

rodchaya

Wednesday, 29 June 2011

আহারে



কি আর বল কব ? অনন্ত মাঙ্গিয়া লব।
নাহি অন্ত নাহি পার, বিশ্বপারাবারে,
আহারে!
তব সুধা জাগায়ে রেখেছে মোরে,
অনন্তের দরবারে,
আনন্দ আর খুশীর সম্ভার; নাই কদা হাহাকার।
মালা গাথা সকল সুখেরে জুড়ে, দেহের-এই মন্দিরে,
অনন্ত রুপ লাগি, অপরুপ সংসারে।
আহারে!কি আর বল কব ?
নিরবাক চেয়ে রই, পথ চাহি শুধু ওই।
অনন্ত দরবারে
আহারে , আহারে। 

No comments:

Post a Comment