হাত নিসপিস করে, মনে ধরে না
অবিন্যস্ত বিন্যাসে স্বপ্নকথা অযথা।
আর হারাই না থেকে থেকে,
এখন চুড়ান্ত বাস্তব রান্নাঘর খালি করে
সপ্তমে রাঙ্গিয়েছে রাঙ্গা বৌ,
কাউ কে বলিনি এ কথা।
কতদিন কানে কানে বলিনি কথা.
ভালোবেসে।
বিদেশে যেমন বলে দিতে হয়।
সেই ভেবে চিৎকার করে্.........
না থাক, লজ্জা লাগে , মনে না সয়।
আমি কিন্তু ভালবাসতে পারিনি.
আমি ছাড়তে পারিনি
আমি সইতে পারিনি
আমি লিখি নি
বাস্তব ধরে
সংজ্ঞা হারিয়ে.
এবারে ভেবেছি ছেড়ে দেব
লিখব না ভাববো না
হারবো না
নিজেকে হারিয়ে
বাস্তবে দাঁড়িয়ে অযথা
কাউকে বলিনি একথা ।
তুমি চুপিচুপি নিও শুনে।

No comments:
Post a Comment