rodchaya

rodchaya

Wednesday, 29 June 2011

দেখবেন ত' পড়া যায় নাকি ?"



দাদা, দেখবেন ত' পড়া যায় নাকি ?
নই আমি কবি, ছন্দে হবেই একটু ফাঁকি।
সখ ছিল ষোল আনা,
রবীন্দ্র বা নজরুল ঘরানা ?
না না ; সুকান্ত ? ভ্রান্ত , অভ্রান্ত।

প্রদীপ জ্বেলে বাংলা হয় নি পড়া,
হয় নি আজও ইতিহাস কোনো গড়া।
অভিধান খুজি শব্দে জব্দ হয়ে,
ব্যাবধান যত, শুধুই গিয়েছি সয়ে।

তথাপি দেখেছি একটু লেখার ঝোঁক,
আপনাকে দেখে, শুকনো গলায় ঢোক।
মনে মনে ভাবি আত্মগোপন করি,
আবার ভেবেছি, হাতে বা পায়ে ধরি ?

জীবনানন্দ নিরমলেন্দু গুনের সীমা নাই
বিষ্ণু সুভাষ হাত বাড়িয়ে কোথায় ভেসে যাই,
কলম ধরে শুন্যে চেয়ে, ওদের কথা ভেবে,
তোমার কথা মনে এল ,একটু জায়গা দেবে?

সাধ কি আমার মেটে ?
অসীম পটাকাশ, মহাশুন্যে গড়া।
আমার নিবাস সেই আকাশে ধরে বসুব্ধরা।
ভালবাসায়ে ভরা, শান্তি হৃদয় জোড়া।

একটু জায়গা আরো, তোমার ভুবন পরে।
গাইব আমি গান , নিত্য নতুন সুরে;
হৃদয়ে হৃদয় জুড়ে, মালা গেথেই যাব
ছন্দে বরনে মনে, সুরভী ছড়াবো।

দাদা, হল' কি বলা , না বলা কিছু কথা ?
না গেল হয়ে প্রলাপ, ভাবে বর্নে
ব্যাথা?
অথবা , বলা কথা , বলছি নতুন করে?
আমার মনের ছবি , প্রাদীপ তুলে ধরে।

No comments:

Post a Comment