rodchaya

rodchaya

Wednesday, 29 June 2011

লয়


কবিতা নয় এটা , গল্প।
অল্প অল্প করে যাব তোমার সীমানায়
উকি দিয়ে দেখব ভান্ডারে প্রেম আছে কয় মণ ?
শরতের আকাশে শুভ্র নীরদে প্রাণ আছে,
আমাদের বাড়ীর শিশুটির মতই বেড়ে ওঠে কাদম্বিনী হয়ে।
ঝরে পরে জ়ীর্ন দেহে,ভালোবাসা দিয়ে।

শিউলী বকুলের ঝরে পড়াতেই সুখ,
আমি তোমার আচল ধরেই ছিলাম
মায়ার বাধন অটুট চিরদিন
আজ় প্রদীপের জ্বলে যাওয়ার আশা
তুমি বাসবেতো ভালো?
যদি নাই বা হলো তাই
মরিচীকার মতই হারিয়ে যাব,
ঝরে যাওয়া স্বপ্ন হয়েই রবে।

বেসুরেতে সুর বেধে লয় খুজেছি
দেখি,সুরুতেই লয়।

তোমার অট্টালিকার অলিন্দ বেয়ে
নেমে এসেছে গান,
শব্দ ভালবাসার।
মুখ তুলে দেখি, তুমি চেয়ে আছ আমার পানে,
মুখে মৃদু হাসি, বাতাসে তোমার ঝঙ্কার।
একটা তাণ ভেসেছিল এসে
অজানার পথে ঝরে প্রান ভোরে।

সুর্য অস্ত  যাবে না আর
বিধাতা বলে গেল প্রাতেঃ
অল্প অল্প করে লয়ে যাবে
গল্পের শেষ প্রভাতে।

No comments:

Post a Comment