rodchaya

rodchaya

Monday, 27 June 2011

আমরা শুধু তিন জনা।



ছিলাম আমরা তিন জনা
বেদনা ,
আমি আর যাতনা।
পথ ভুলে,
ওই দূরে,
অচেনা আনন্দপুরে
যাযাবরের পথ চলা
কি আর বলা ?
দিন বসে দিন গোনা
আমরা শুধু তিন জনা।

আমি আর দুজনা
প্রিয় আমার বেদনা
যাতনাকে নিয়ে এসে
ছাড়ি তারে কেমন শেষে
শিরে আমার শুধুই ভ্রম
ওরা আছে সর্বক্ষণ
দিগবিদিগ শূন্য জ্ঞান
সবকিছুই আনমনা
আমরা শুধু তিন জনা।

প্রেমে প্রেমে আলাপ ছয়
মনটা আমার কেমন হয়
কেমন করে করি আপন
ওরা দুজন যমজ স্বপন
দিবারাত্র সর্বক্ষন
ওরা আমার বীজবোনা
আমরা শুধু তিনজনা।

ওদের নিয়েই আমার সুখ
এটাই দেখি বাস্তবে
ওদের ছেড়ে মিছেই শুধু
দিন রবে না রাত রবে
বুকটি ভরে যতন করে
ওদের নিয়েই কাটাই রাত
হয় যদি বা কখন কোথাও
একটি শুধু সুপ্রভাত।
এই স্বপনেই জীবন গাথা
বসে বসে জালবোনা
আমরা শুধু তিনজনা।

No comments:

Post a Comment