rodchaya

rodchaya

Monday, 27 June 2011

এপার-ওপার



জীবন নদের ওপারে , পরপারে, অচেনা আধারে
নাই নাকি সুখ-দুঃখ মান
ব্রহ্মানন্দের সাগরেই মিলে মিশে একাকার
সকল অভিমান।
সেই ছেড়ে আসতে হবে ফিরে,যোনী পথ ধরে
জগত পারাবারে
ভুলে সকল বর্তমান, ধুয়ে অতীতের দরবারে, বারে বারে।
বুঝে পেতে হবে ধরনীর বুকে সুখের মন্ত্র খানি
এতটুকুই জানি,বিলাবে না কেউ এসে,
অন্তরে ভালোবেসে খুজে পেতে হবে
পরকালের ভাষায়, আশায় আশায় থেকে।


আমি জেনেছি একথা পরে, পরকাল এসে নেচেছে শিয়রে
মহাকাল রুপ ধরে,
বুঝেছি তখন এত নয় শেষ ,
শ্বাস নিয়ে হাহাকার,
ক্ষণকাল পরে ভ্রুণের আধারে ঠাই হবে যে আবার।
আবার ছলনা মায়াবীনি বেশে , ক্রোধ লোভ মোহে কামে,
ছেয়ে রবে দীপ, ছেড়ে সম্বিত , অদ্ভুত ধরাধামে।

কে জানে , পরজনমে কি হবে সে কথা?
জ়ীবন নদের ওপারে,
নেই নাকি কোন ব্যাথা।
তবু ফিরে আসার-ই তরে, দু চ'খে অশ্রু ভরে,
এও নাকি মায়া এপার ভূবণে ওপার গন্ধ বয়ে
মায়াবী রুপের যবনিকা টেনে
সব কিছু যাব সয়ে।

No comments:

Post a Comment